আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, উপজেলা কৃষকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি,
রাজিহার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুরাদ সিকদারের পিতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সিকদার (৯২) বার্ধক্যজনিত কারনে শুক্রবার বিকেলে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ৩ মেয়ে নাতী—নাতনীসহ অসংখ্য আত্মীয়—স্বজন রেখে গেছেন।
গতকাল শনিবার সকাল ১১টায় বাশাইল মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে উপজেলার রাজিহার ইউনিয়নের ছোট বাশাইল গ্রামের পাবিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।