স্টাফ রিপোর্টারঃ বাবুগঞ্জে কোটি টাকা নিয়ে লাপাত্তা গ্রামীণ সমাজ উন্নয়ন সংস্থার হদিস মিলেছে। প্রতিষ্ঠানটি বরিশাল ও উজিরপুরসহ বিভিন্ন এলাকায় নতুন নামে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি বিভিন্ন এলাকায় আলাদাভাবে পরিচালনা পরিষদের নাম বলে গ্রাহকের কাছ থেকে লোভনীয় অফার দিয়ে টাকা জমানোর ব্যাবসা চালিয়ে যাচ্ছে।
প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের বিরুদ্ধে ভুক্তভোগী কয়েকজন গ্রাহকরা টাকা দাবী করে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তিনি এখন সংস্থাটি অন্য লোক দিয়ে পরিচালনা করছেন। আপাতত বাবুগঞ্জে কার্যক্রম বন্ধ রাখা হয়েছে কিন্তু বাবুগঞ্জের গ্রাহকের আমানতের টাকা আস্তে আস্তে দেওয়া হবে।
বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল বলেন, তিনি এ বিষয়ে অবগত নন। তবে টাকা উদ্ধারে ভুক্তভোগীদের আইনি সহায়তা দেওয়া হবে।