পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের বিভিন্ন নদ নদীর মোহনায় ও নদীতে অভিযান চালিয়ে ২৭ টি বেহুন্দি জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে মৎস্য অধিদপ্তর। জব্দকৃত জালের বর্তমান বাজার মূল্য পাঁচ লাখ টাকা বলে জানান উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা।
পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলামের নির্দেশনায় সোমবার সকাল থেকে রাত ৮ টা পর্যন্ত মেরিন ফিশারিজ কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমানএর নেতৃত্বে মহিপুর থানার একটি পুলিশ টিম অবৈধ জাল উদ্ধারে সহযোগিতা করেন।
মেরিন ফিশারিজ কর্মকর্তা আশিকুর রহমান জানন, সকাল থেকে রাত পর্যন্ত আন্ধার মানিক নদীসহ বিভিন্ন নদ—নদীতে অভিযান চালিয়ে ২৭ টি বেহুন্দি জাল জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
পরে জব্দকৃত জালগুলো নিজামপুর কোস্টগার্ড চত্বরে পুড়িয়ে ফেলা হয়।