আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় ঐতিহ্যবাহী সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
জানা গেছে, গতকাল বুধবার সকালে উপজেলার সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন এর সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
এসময় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন সরদার, একাডেমীক সুপারভাইজার প্রাণ কুমার ঘটক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক, সহকারী প্রধান শিক্ষক ছরোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা সিরাজুল হক সরদার, শিক্ষিকা লিওনি শিখা শিকদার, শাহানাজ পারভীন, উপজেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক ছরোয়ার দাড়িয়া,
উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক কাজল দাশ গুপ্ত, ব্যবসায়ী সাহাবুদ্দিন মোল্লা, আওয়ামীলীগ নেতা সবুজ আকন, ইলিয়াস শরীফ, ইউপি সদস্য সৌরভ মোল্লাসহ প্রমুখ।
উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ব্দুআর রইচ সেরনিয়াবাত বলেন, খেলাধুলা হচ্ছে সন্ত্রাস, মাদক ও জঙ্গীবাদের সবচেয়ে বড় চিকিৎসা। অর্থাৎ যুবকরা যদি খেলাধুলায় মনেযোগী থাকে সমাজে অপরাধ কমে আসে। তাই অবশ্যই শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদের খেলাধুলায় মনোযোগী হতে হবে।
জননেত্রী শেখ হাসিনা একজন ক্রীড়া প্রেমিক। তিনি ক্রীড়াঙ্গনকে সবসময় উৎসাহ দিয়ে থাকেন। বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকেন।
দিনব্যপি বিদ্যালয়ের ৪ শতাধিক ছাত্র—ছাত্রী প্রতিযোগিতা মূলক ৫৫টি ইভেন্টে অংশগ্রহন করে। পরে ক্রীড়া প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।