More

    চার বছর পূর্বে বিদেশ থেকে পাঠানো টাকা ফিরে পেলেন আগৈলঝাড়ার জনতা ব্যাংকের গ্রাহক

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় সৌদি প্রবাসীর চার বছর পূর্বে পাঠানো টাকা জনতা ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহক রিনা বেগমকে বুধবার তার এ্যাকাউন্টে জমা দিয়েছে।

    এবিষয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পরে বুধবার ওই গ্রাহককে জনতা ব্যাংকের চাঁদপুর জেলার বালিথুবা বাজার শাখার ব্যাবস্থাপক মো. ওমর ফারুক আগৈলঝাড়া জনতা ব্যাংকের গ্রাহক রিনা বেগমের এ্যাকাউন্টে ৪৪ হাজার ৪শত ৬৪ টাকাসহ অতিরিক্ত আরও ৮শত ৮৯ টাকা প্রদান করেছে।

    এব্যাপারে আগৈলঝাড়া জনতা ব্যাংকের গ্রাহক রিনা বেগম জানান, বুধবার আমার মোবাইলে টাকা প্রদানের মেসেজ এসেছে। এবিষয়ে আগৈলঝাড়া জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. শহিদুল হক জানান, উপজেলার বাকাল গ্রামের আমাদের ব্যাংকের গ্রাহক রিনা বেগমের চলতি হিসাব নং—১০২১০০৩২১০ এ তার বোন হেনা বেগম এর সৌদিআরব থেকে ৪ বছর পূর্বে পাঠানো ৪৪ হাজার ৪শত ৬৪ টাকা ৬৭ পয়সা, যা ভুল করে জনতা ব্যাংকের চাঁদপুর জেলার বালিথুবা বাজার শাখায় চলে যায়।

    ওই গ্রাহকের ৪৪ হাজার ৪শত ৬৪ টাকা ৬৭ পয়সা এর সাথে ৪ বছরে অতিরিক্ত আরও ৮শত ৮৯ টাকা ২৯ পয়সা রিনা বেগমের এ্যাকাউন্টে জমা দিয়েছে।

    এব্যাপারে জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ের (বৈদেশিক শাখা)’র ডিজিএম মো. মাহাবুবুর রহমান বলেন, আমরা জনতা ব্যাংকের ওই গ্রাহক রিনা বেগমের আগৈলঝাড়া শাখায় চলতি হিসাব নং— ১০২১০০৩২১০ এ ৪৫ হাজার ৩শত ৫৩ টাকা ৯৬ পয়সা পাঠিয়ে দিয়েছি। তার এ্যাকাউন্টে জমা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ২ ওভারে ২ উইকেট হারিয়ে ০ রান বাংলাদেশের

    যতটা সম্ভব বাজেভাবে ম্যাচ শুরু করা সম্ভব, করেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে কোনো রান...