More

    বরিশালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি দোকানসহ বসতঘর পুড়ে ছাই

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি দোকান ও ৫টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

    শুক্রবার (২ ফেব্রুয়ারি) ভোররাতের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডে কোনো নিহতের খবর পাওয়া যায়নি। বি

    বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বাকেরগঞ্জ স্টেশনের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. আবুল কাসেম।

    তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ৫০ মিনিটে আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং আগুন নেভানোর কাজ শুরু করি। মোট তিনটি ইউনিট মিলে সকাল ৬ টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই। তবে কোনো হতাহতের খবর আমরা পাইনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হতে পারে, তবে তদন্ত না করে বলা যাবে।

    বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, আগুনে সংবাদ শুনে দ্রুত ঘটনা স্থলে ছুটে আসেন আমাদের পুলিশের টিম। জনতার ভিড়ের পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টার পাশাপাশি আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তা করেছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালসহ ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস

    দেশের সাতটি জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।  মঙ্গলবার...