More

    কলাপাড়া বিদ্যুৎপৃষ্ট হয়ে নির্মান শ্রমিকরে মৃত্যু

    অবশ্যই পরুন

    কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে রুবেল সরদার (২৮) নামের এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে।

    রবিবার সকাল নয়টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের কলেজ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত রুবেল ওই ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রামের সুলতান সরদারের ছেলে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল সকাল আটটার দিকে কলেজ বাজার এলাকার একটি দোকান নির্মানের কাজ করতে আসে। এসময় ওই দোকানের অভ্যন্তরের একটি বিদ্যুতের তার থেকে সে বিদ্যুতায়িত হয়। তাৎক্ষনিক স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

    কলাপাড়া থানার ওসি আলী আহম্মদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ষে এক পরিবারের ৫ জন নিহত, আহত ৪

    কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও...