কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ার পায়রা বন্দরে প্রথমবারের মতো এলো ১৩২০ মেগাওয়াট আরপিসিএল— নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড বিদ্যুৎ কেন্দে্রর কয়লা খালাসের জন্য দুইটি কোল আনলোডার।
চায়না থেকে ১২৫০ মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন আনলোডারবাহী এম ভি ঝি সান মাদার ভেসেলটি বৃহস্পতিবার সকাল সেয়া ১১ টায় পায়রা বন্দরের রামনাবাদ চ্যানেল হয়ে আর এন পি এল বিদ্যুৎ কেন্দে্রর জেটিতে নোঙ্গর করে । ১৮৬ দশমিক ৭ মিটার দৈর্ঘ্য ও ৭ দশমিক ৫০ মিটার গভীরতার জাহাজটির প্রস্থ্য ৪৬ মিটার।
এবারই প্রথম পায়রা বন্দরে ৪৬ মিটার প্রস্থের জাহাজ বন্দরের চ্যানেলের প্রবেশ করায় পায়রা বন্দর চেয়ারম্যান ও আর এন পি এল বিদ্যুৎ কেন্দে্রর প্রকল্প পরিচালক ও চীনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আর এন পি এল জেটিতে আসে। এ জাহাজটি দেখতে বিদ্যুৎ কেন্দে্রর কর্মকর্তা কর্মচারী ছাড়াও শত শত মানুষ জেটিতে ভীড় করে।
আগামী জুন মাসে আর এন পি এল বিদ্যুৎ কেন্দে্রর প্রথম ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে এ কোল আনলোডার দুটি চায়না থেকে নিয়ে আসা হয়। আগামীকালের মধ্যে এ আনলোডার দুটি নামানোর প্রক্রিয়া সম্পন্ন হবে বলে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ জানান।
পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়াল এডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দে্রর পর কলাপাড়ায় নির্মানাধীন ১৩২০ মেগাওয়াটের আরএনপিএল বিদ্যুৎ কেন্দে্রর মালামাল আসতে শুরু করেছে। এর ফলে এই বন্দরে ৪৬ মিটার প্রস্থের প্রথম জাহাজ সরাসরি বিদ্যুৎ কেন্দে্রর জেটিতে নোঙ্গর করতে পেরেছে। এর ফলে পায়রা বন্দরের জন্য আরেকটি সফলতা যুক্ত হল।