More

    কলাপাড়ার গঙ্গামতি সংলগ্ন সাগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মাছ ধরার ট্রলার পুড়ে ছাই দুই জেলে দ্বগ্ধ

    অবশ্যই পরুন

    কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, ১৩ ফেব্রুয়ারি।। রান্নার সময়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মাছ ধরার একটি ফাইবার ট্রলার মালামালসহ পুড়ে গেছে। এসময় দুই জেলে দ্বগ্ধ হয়েছে।

    পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের চরগঙ্গামতি সংলগ্ন দেড়কিলোমিটার সাগর অভ্যন্তরে মঙ্গলবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। অগ্নিদ্বগ্ধ জেলেরা হচ্ছেন সাহেব আলী হাওলাদার (৪৫) ও মামুন (৩০)। এর মধ্যে সাহেব আলীর অবস্থা শঙ্কাজনক।

    তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রলার মালিক ইছা গাজী জানান, বরফসহ মালামাল নিয়ে ট্রলাটি আট জেলেসহ সাগরে মাছ শিকারে রওয়ানা দেয়।

    আনুমানিক দেড় কিলোমিটার সাগর গভীরে গিয়ে দুপুরের রান্নার জন্য গ্যাস সিলিন্ডারের সুইচ অন করলে বিস্ফোরণে আগুন লেগে সর্বনাশ হয়ে যায়। দীর্ঘক্ষণ সময় আগুনে বোটসহ মালামাল সব পুড়ে গেছে।

    এসময় দুই জেলে ঝলসে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত ১২ লাখ টাকা বলে জানান তিনি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বিপিএলে থাকছে না ফরচুন বরিশাল, তামিমকে নিতে চায় নতুন ফ্র্যাঞ্চাইজি

    বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টানা দুই আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটির প্রতি দর্শকদের আগ্রহ ছিল ব্যাপক।...