More

    এসএসসি পরীক্ষায় অংশ নেবে ৮৮ হাজার শিক্ষার্থী বরিশাল বোর্ডে

    অবশ্যই পরুন

    বরিশাল বোর্ডের ৬ জেলায় এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৮৮ হাজার ৫৮৬ জন শিক্ষার্থী। বৃহস্পতিবার সকাল ১০টায় বোর্ডের ১৯৬টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন তারা।

    সুষ্ঠু-সুন্দর পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে বরিশাল শিক্ষা বোর্ড। জানা যায়, এবার বরিশাল বোর্ডের ১৯৬টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে বিভাগের ১ হাজার ৪৮৯টি বিদ্যালয়ের ৮৮ হাজার ৫৮৬ জন শিক্ষার্থী।

    এর মধ্যে বিজ্ঞান বিভাগে ২৪ হাজার ৬৬৩ জন, মানবিক বিভাগে ৫৩ হাজার ১২ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে মোট পরীক্ষার্থী ১০ হাজার ৯১১ জন। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৪১ হাজার ৩৩১ জন এবং ছাত্রী ৪৭ হাজার ২৫৫ জন। এবার এসএসসিতে পূর্ণ নম্বরের (১০০) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

    সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টায় শেষ হবে। শিক্ষার্থীদের সকাল সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রে অবস্থান করতে বলা হয়েছে। আগামী ১২ মার্চ এবারের এসএসসি পরীক্ষা শেষ হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    অবৈধ দখলমুক্ত হওয়ার পরে প্রাণ ফিরে পেয়েছে বরিশাল বেল’স পার্ক

    নগর প্রশাসকের সরাসরি তত্ত্বাবধানে শনিবার রাতভর বরিশাল মহানগরীর শ্রান্তি–বিনোদনের প্রাণকেন্দ্র বেল’স পার্ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ফলে...