More

    প্রথম বাংলাদেশি হিসেবে তামিমের ‘সেঞ্চুরি’

    অবশ্যই পরুন

    বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে আছেন তামিম ইকবাল। চলতি প্রতিযোগিতায় আরও একটি রেকর্ডের তালিকায় নাম লেখালেন এই ড্যাসিং ওপেনার। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিপিএলে ১০০তম ছক্কা হাঁকানোর রেকর্ড গড়লেন তামিম।

    বুধবার (১৪ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে প্রথম বাংলাদেশি হিসেবে শততম ছক্কা হাঁকানোর এলিট ক্লাবে প্রবেশ করেন তামিম ইকবাল।

    বিপিএলের ইতিহাসে এতদিন ছক্কার সেঞ্চুরি ছিল ক্রিস গেইলের দখলে। মাত্র ৫২ ইনিংসে ১৪৩টি ছক্কা মারেন ক্যারিবিয়ান হার্ডহিটার। প্রথম বাংলাদেশি ও দ্বিতীয় ক্রিকেটার হিসেবে গেইলের পাশে বসলেন তামিম। দুর্দান্ত ঢাকার বিপক্ষে ৪টি ছক্কা মারেন বাঁহাতি ওপেনার। যা নিয়ে বর্তমান বিপিএলে তামিমের ছয়ের সংখ্যা দাঁড়াল ১০৩টি।

    বিপিএলে নিজের ৯৮তম ম্যাচে ছক্কার সেঞ্চুরি করেন তামিম। ড্যাসিং ওপেনারের পরের স্থানে আছেন ইমরুল কায়েস ও মুশফিকুর রহিম। দুজনে সমান ৯৭টি ছক্কা হাঁকিয়েছেন। আর ৯৫টি ছক্কা নিয়ে এ দুজনের ঘাড়ে নিশ্বাস ফেলছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সাকিব আল হাসান বিপিএলে ৮৫ ছয়ের মার মারেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    অবৈধ দখলমুক্ত হওয়ার পরে প্রাণ ফিরে পেয়েছে বরিশাল বেল’স পার্ক

    নগর প্রশাসকের সরাসরি তত্ত্বাবধানে শনিবার রাতভর বরিশাল মহানগরীর শ্রান্তি–বিনোদনের প্রাণকেন্দ্র বেল’স পার্ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ফলে...