More

    কলাপাড়ায় নারী উদ্যোক্তাদের নিয়ে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) লাল—সবুজ মার্কেট প্লেসের নারী উদ্যোক্তাদের নিয়ে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

    উপজেলা প্রশাসন ও উপজেলা তথ্যকেন্দ্র এর আয়োজনে বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মো: জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়’র প্রশিক্ষক মুক্তারানী।

    এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ বাংলা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শহিদুল ইসলাম বিশ্বাস,পায়রা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ফরিদ উদ্দিন বিপু,উপজেলা তথ্যসেবা কর্মকতার্ ইসরাত জাহান, তথ্যসেবা সহকারী রাখী আক্তার, তথ্যসেবা সহকারী রিনা আক্তারসহ গণমাধ্যমকমীর্রা।

    প্রধান অতিথির বক্তব্যে মুক্তারানী বলেন, বর্তমান সময়ে নারীদের এগিয়ে যাওয়ার জন্য উদ্যোক্তা হওয়ার বিকল্প নেই। একজন উদ্যোক্তা নিজ চেষ্টা এবং অদম্য আত্মবিশ্বাসের মাধ্যমে সাবলম্বি হতে পারে। এছাড়াও দেশের উন্নয়ন ও গঠনের স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

    তাই পিছিয়ে পড়া নারী সমাজ এগিয়ে নিয়ে যেতে সরকারের পাশাপাশি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে ‘কলাপাড়া তথ্যকেন্দ্র’ সরকারের নানা পর্যায়ের সুবিধা ও সেবা নারীদের নিয়ে কাজ করছে তথ্য আপা। তথ্য আপা’র কাছে গেলে সকল সেবা একস্থানে পাওয়া যাবে।

    প্রন্তিক সকল নারীকে সেবা গ্রহণের জন্য তথ্য আপার কাছে যাওয়ার পরামর্শ দেয়া হয়। তথ্যকেন্দে্র নারীদের বিনামূল্যে প্রেশার, ডায়াবেটিস পরিমাপ করা হয়। মূলত ৬টি ক্ষেত্রে সেবা দেয়া হয়। এগুলো হলো শিক্ষা, স্বাস্থ্য, আইন, ব্যবসা, কৃষি ও জেন্ডার। অনুষ্ঠানে উপজেলার অর্ধশতাধিক নারী উদ্যোক্তা উপস্থিত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    চাঁদা না দেয়ায় সন্ত্রাসী হামলায় দোকান মহাজনকে হাতুড়ি দিয়ে গুরুতর জখম: আটক-৩

    অপরাধীদের দ্রুত শনাক্ত করে অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার দাবি করেন ভুক্তভোগীরা। এর আগে সন্ত্রাসীরা চাঁদা চেয়ে প্রাণ নাশের হুমকি...