More

    পটুয়াখালীতে এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র আটকে টাকা দাবির অভিযোগ

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর দশমিনায় এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র আটকে রেখে টাকা দাবির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে। তিনি উপজেলার হাজিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

    বুধবার রাত (পরীক্ষার আগের দিন) পর্যন্ত পরীক্ষায় প্রবেশপত্র না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরে গেছে শিক্ষার্থীরা। এতে পরীক্ষা দেওয়া অনিশ্চিত হয়ে পড়ে অনেক শিক্ষার্থীর। এ সংক্রান্ত শিক্ষার্থীদের অভিযোগের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।

    সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি বছরের এসএসসি পরীক্ষায় উপজেলার হাজিরহাট মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় ৬৩ জন শিক্ষার্থী অংশ নেওয়ার কথা। মিনহাজ, জিহাদ ইসলাম ও মো. আল-আমিনসহ কয়েকজন শিক্ষার্থী জানায়, এসএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য তারা বিদ্যালয় কর্তৃপক্ষকে চার হাজার টাকা করে দেন। পরীক্ষার আগের দিন তারা পরীক্ষার প্রবেশপত্র আনতে গেলে প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন ছয়শ করে টাকা দাবি করেন।

    পরীক্ষার হল খরচ হিসেবে শিক্ষার্থীদের থেকে ওই টাকা দাবি করা হয় বলে শিক্ষার্থীরা জানায়। দাবিকৃত টাকা দিতে না পারায় বুধবার রাত ১০ পর্যন্ত অসচ্ছল পরিবারের শিক্ষার্থীরা বিদ্যালয় সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থেকে হতাশ হয়ে বাড়ি ফিরে যায়।

    তবে পরীক্ষার দিন সকালে (বৃহস্পতিবার) স্থানীয় গণমাধ্যমকর্মীদের হস্তক্ষেপে ওই শিক্ষক শিক্ষার্থীদের প্রবেশপত্র দিতে বাধ্য হন। অভিযোগের বিষয়ে হাজিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন বলেন, শিক্ষার্থীদের অভিযোগ সত্য নয়। প্রবেশপত্র আটকে রাখা হয়নি। সকালে সবাইকে প্রবেশপত্র দিয়ে দেওয়া হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতে ইসলামীর

    পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সেইসাথে, জাতীয় সনদসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ...