More

    উজিরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪ অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলাদেশ গড়বো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উজিরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪ উপলক্ষ্যে উজিরপুর প্রশাসন ও দুর্যোগ ব‍্যবস্থাপনা বিভাগের আয়োজনে র‍্যালি,চিত্রাঙ্কন প্রতিযোগিতা,আলোচনা সভা ও অগ্নিকাণ্ড নির্বাপন বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

    ১০ মার্চ রবিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার ভূমি কে.এম ইশমাম এর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন উজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু,

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন ব্যাপারী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম জামাল হোসেন ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানি শীল।

    এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা কলিম উদ্দিন,উজিরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফ,বীর মুক্তিযোদ্ধা এম জাকারিয়া। এছাড়াও উপস্থিত থেকে দুর্যোগে প্রস্তুতি করণীয় সম্পর্কে ধারণা নিতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা ও সাধারণ জনগণ এবং সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে নিয়ম না মেনে ভাড়া বাড়িতে চলছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম

    বরিশালে নানা অনিয়মের মধ্যে দিয়ে চলছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। নেই স্থায়ী ক্যাম্পাস, ভাড়া বাড়িতে চলছে সকল কার্যক্রম। এরইমধ্যে একটি বেসরকারি...