More

    মঠবাড়িয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার— ৫

    অবশ্যই পরুন

    পিরাজপুরের মঠবাড়িয়া থানা পুলিশের অভিযান ৫১ পিসসহ ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে। শুক্রবার দিবাগত রাতে উপজলার বড় হারজী গ্রাম অভিযান চালিয়ে ৫ মাদক ব্যাবসায়িক আটক কর পুলিশ।

    আটককতরা হোলা— উপজলার দাউদখালী ইউনিয়নের বড় হারজি গ্রামের মত আলমগির ওরফ আলম তালুকদারর ছেলে জাহিদ তালুকদার (৩৭), কাকড়াবুনিয়া গ্রামের রজাউল করিম মধার ছেলে মিলন মৃধা (৩৪),

    বড় হারজী গ্রামের ইউসুব সিকদারর ছেলে রবি সিকদার (২৩), মঠবাড়িয়া পৌর শহরের সবুজ নগর (বাটার পাল) গ্রামের মাঃ লাল মিয়া খান তুহিন খান (২৮), মঠবাড়িয়া সদর ইউনিয়নের পাঠাকাটা গ্রামের আঃ কুদ্দুস কবিরাজের ছেলে মাঃ কালাম (৩২)।

    মঠবাড়িয়া থানার ওসি মাঃ শফিকুল ইসলাম বলন, আটককতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাদর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ে¿ণ আইন একটি মামলা হয়ে। ৫ জনকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার সকালে আদালত প্রেরণ করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...