More

    বরিশাল জেলার শ্রেষ্ঠ এএসআই বাকেরগঞ্জ থানার আবুল বাশার

    অবশ্যই পরুন

    বরিশাল জেলার শ্রেষ্ঠ এএসআই হলেন বাকেরগঞ্জ থানায় কর্মরত মো: আবুল বাশার। গত ফেব্রুয়ারি মাসে ৬ ডাকতি মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার করায় তিনি এই পুরস্কার পান।

    গত মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের ‘অপরাধ পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলার পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, বিপিএম ।

    এছাড়াও অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও ডিএসবি) রেজওয়ান আহমেদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো: মেহেদী হাছান, সহকারী পুলিশ সুপার (মুলাদী সার্কেল) এস.এম বায়জীদ ইবনে আকবর, সহকারী পুলিশ সুপার (মেহেন্দিগঞ্জ সার্কেল) জি.এম মাজহারুল ইসলাম, সহকারি পুলিশ সুপার (উজিরপুর সার্কেল) মো: মাজহারুল ইসলাম, বাকেরগঞ্জ থানার ওসি আফজাল হোসেন সহ জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটের মধ্যে র‍্যাব, কোষ্টগার্ড, নৌপুলিশের কর্মকর্তাগণসহ সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ।

    সভায় জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের গুরুত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, বিপিএম।

    ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট ও সার্টিফিকেট পাওয়ায় বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএম, বাকেরগঞ্জ থানার ওসি আফজাল হোসেন সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এএসআই আবুল বাশার।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, আটক ৪

    বরিশাল নগরীর কাশিপুরে মশাল নিয়ে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চারজনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। রোববার সন্ধ্যায়...