More

    বরগুনায় চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ছিনতাই, আহত ৩

    অবশ্যই পরুন

    দোকান বন্ধ করে বিক্রির টাকা নিয়ে বাড়ি ফেরার পথে চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে টাকা ছিনিয়ে নিয়েছে বরগুনার পাথরঘাটা বাজারের একই পরিবারের তিন গার্মেন্টস ব্যবসায়ীর। গত মঙ্গলবার (৪ অক্টোবর) রাত ১১টার দিকে পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের আমড়াতলা এলাকার কাছে এ ঘটনা ঘটে।

    আহত ব্যক্তিরা হলেন পাথরঘাটা বাজারের চৌধুরী ফ্যাশন-১-এর মালিক শাহ আলম চৌধুরী (৫৫), চৌধুরী ফ্যাশন-২-এর স্বত্বাধিকারী শাহালম চৌধুরীর দুই ছেলে রাজিব চৌধুরী (৩০) ও সজিব চৌধুরী (২৬)। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মেহেদী হাসান।

    পাথরঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদ বলেন, ‘ঘটনার পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং ভুক্তভোগীদের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করি’। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ছিনতাইকারীদের শনাক্ত ও আটকে পুলিশ কাজ করছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে ৬ লক্ষ টাকার অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট

    মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ বেহুন্দিসহ অন্যান্য ক্ষতিকর জাল অপসারণে “বিশেষ কম্বিং অপারেশন-২০২৬” এর অংশ হিসেবে বছরের প্রথম দিনই বরিশাল...