More

    অবশেষে ফেসবুকে এলো ‘ডিসলাইক’ বাটন

    অবশ্যই পরুন

    সোশ্যাল মিডিয়ার ইতিহাসে অন্যতম বহুল আলোচিত ফিচার অবশেষে বাস্তবায়ন করল ফেসবুক। বহু বছর ধরে ব্যবহারকারীরা নেতিবাচক প্রতিক্রিয়া জানানোর একটি বিকল্প চাইছিলেন, বিশেষ করে এমন মন্তব্য বা কন্টেন্টের ক্ষেত্রে যাতে তারা একমত নন। এবার সেই অপেক্ষার অবসান হলো ফেসবুক তাদের মোবাইল অ্যাপে পরীক্ষামূলকভাবে চালু করেছে ‘ডিসলাইক’ বাটন।

    যদিও ফিচারটি এখনো সবার কাছে পৌঁছায়নি, তবুও সামাজিক যোগাযোগমাধ্যমে এটি নিয়ে ইতোমধ্যেই তৈরি হয়েছে নানা আলোচনা। ফেসবুকের মোবাইল অ্যাপ আপডেট করার পর অনেকেই দেখতে পাচ্ছেন নতুন ‘ডিসলাইক’ বাটনটি, যা ব্যবহারকারীরা মন্তব্যে চাপ দিয়ে সহজেই বিরূপ প্রতিক্রিয়া জানাতে পারবেন। শুরুতে ফেসবুক একটি নিচের দিকে তীরচিহ্নযুক্ত “Annoying” বোতাম নিয়ে পরীক্ষা শুরু করেছিল।

    কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই সেটিকে বদলে আরও পরিচিত নাম ‘Dislike’ যুক্ত করা হয়। তবে এই ডিসলাইক ফিচারটি এখনো ফেসবুক ওয়েব ভার্সনে নেই। কেবল মোবাইলেই পাওয়া যাচ্ছেন এটি। আবার সবার মোবাইলে দেখা যাচ্ছে না। মেটার পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি ডিসলাইক বাটনের বিষয়ে। প্রযুক্তি বিশেষজ্ঞদের ধারণা, ফেসবুক ধীরে ধীরে সীমিত ব্যবহারকারীর হাতে ফিচারটি তুলে দিয়ে প্রতিক্রিয়া বুঝে পরবর্তীতে সবার জন্য চালু করবে।

    দীর্ঘদিন ধরেই ব্যবহারকারীরা প্রতিবাদ, অসন্তুষ্টি বা অসম্মতি জানানোর জন্য একটি স্পষ্ট অপশন চাইছিলেন। ‘লাইক’ বা রিঅ্যাকশনগুলো সবসময়ই ইতিবাচক অনুভূতি বহন করে; কিন্তু সব পোস্ট বা মন্তব্যই যে সবসময় আনন্দ, সহমত বা সমর্থনের দাবিদার তা নয়। ফেসবুক এতদিন ইতিবাচক পরিবেশ বজায় রাখার লক্ষে নেতিবাচক প্রতিক্রিয়ার সুযোগ দেয়নি। তবে এবার মনে হচ্ছে মেটা ব্যবহারকারীদের বাস্তব অনুভূতি প্রকাশের স্বাধীনতা দিতেই ফিচারটি আনছে।

    ফেসবুকে ‘ডিসলাইক’ বাটনের আগমন সোশ্যাল মিডিয়ার ব্যবহারধারায় বড় পরিবর্তন আনতে পারে। মন্তব্যে সরাসরি অসন্তুষ্টি বা আপত্তি জানানোর সুযোগ তৈরি হলে প্ল্যাটফর্মের যোগাযোগের ধরন আরও স্বচ্ছ হবে বলে ধারণা করছে অনেকে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    চরফ্যাশনে বিএনপি প্রার্থী নুরুল ইসলাম নয়নের গণসংবর্ধনা

    জে এইচ রাজু স্টাফ রিপোর্টার : ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক...