সাকিবুজ্জামান সবুর, স্টাফ রিপোর্টার: ঝালকাঠির কাঠালিয়ায় রবি মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বসতবাড়িতে সবজি ও বিভিন্ন রবি ফসলের উৎপাদন বৃদ্ধি করতেই সরকারের এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (০৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে এ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম। উপজেলা কৃষি অফিসার ফাতেমা ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারহানা তাসরিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত কুমার দেবনাথ, উপজেলা বিআরডিবি কর্মকর্তা দিপংকর চন্দ্র শীল এবং কৃষক প্রতিনিধি মো. মালেক তালুকদার প্রমুখ।
কর্মসূচির আওতায় লাউ, মিষ্টিকুমড়া, শসা, খেসারী, মশুর, মুগ ডাল, গম, সূর্যমুখী, সয়াবিন, চিনাবাদাম ও সরিষাসহ বিভিন্ন রবি ফসলের বীজ ও সার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে উপজেলার ১,৮৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের হাতে এসব বীজ ও সার তুলে দেওয়া হয়। এতে কৃষকরা আগামী রবি মৌসুমের ভালো ফলনের আশা করছেন।
