বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ভোক্তা অধিকারের অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা বাকেরগঞ্জে ,বাসি খাবার , এবং ময়লা আবর্জনার ভিতরে খাবার তৈরি করায় ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া পণ্য সংরক্ষণের দায়ে চার প্রতিষ্ঠানকে বিশ ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বরিশাল।
সোমবার(২৫মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
বাকেরগঞ্জ থানার এলাকায় তদারকি অভিযানে শাওন খাবার ঘর ,ঢাকা কাবাব ,স্টার কাবাব, ও জিসান মেডিকেল হল নামে চারটি প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদ উত্তীর্ণ অস্বাস্থ্যকর খাবার সংরক্ষণ করাসহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ব্যত্যয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় শাওন খাবার ঘর ৭০০০ হাজার টাকা,ঢাকা কাবাব ৫০০০ হাজার টাকা স্টার কাবাব ৫০০০ টাকা ও জিসান মেডিকেল হল ৩০০০ হাজার টাকা মোট ২০০০০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সঙ্গে বাকেরগঞ্জ কাঁচা বাজার মুদি দোকান সহ বাজার মনিটরিং করে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির সহকারি পরিচালক, সুমি রানী মিত্র ,ভোক্তা অধিকার বরিশাল , অভিযানকালে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।