More

    কলাপাড়ায় বিষপানে তিন সন্তানের জননীর আত্মহত্যা

    অবশ্যই পরুন

    স্বামীর দ্বিতীয় বিয়ে সইতে না পেরে তিন সন্তানের জননী গৃহবধূ জয়নব বিবি (৪০) বিষপানে আত্মহত্যা করেছেন।

    সোমবার দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের পশুরবুনিয়া গ্রামে ঘটনাটি ঘটেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার লালুয়া ইউনিয়নের দিনমজুর মজিবর মোল্লার প্রথম স্ত্রী জয়নব বিবি তার স্বামীর দ্বিতীয় বিবাহ সইতে না পেরে (১ এপ্রিল) সোমবার দিবাগত রাত আনুমানিক ১১ টার দিকে ঘরে থাকা কীটনাশক পান করে আত্মহত্যা করেছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

    পুলিশ নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে পটুয়াখালী মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে কলাপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। কলাপাড়া থানার ওসি (তদন্ত) মোঃ মোস্তাফিজুর রহমান জানান,

    পুলিশ মঙ্গলবার সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করেছে। প্রাথমিক ভাবে এটি আত্মহত্যা ধারণা করা হলেও ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ হলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ষে এক পরিবারের ৫ জন নিহত, আহত ৪

    কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও...