More

    ভোক্তাপর্যায়ে দাম কমলো এলপি গ্যাসের

    অবশ্যই পরুন

    ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের দাম ৪০ টাকা কমানো হয়েছে। এখন থেকে ১২ কেজির সিলিন্ডার কিনতে ব্যয় হবে ১ হাজার ৪৪২ টাকা। এত দিন এর জন্য দিতে হতো ১ হাজার ৪৮২ টাকা।

    আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানিয়েছে, সন্ধ্যা ৬টা থেকেই এ দাম কার্যকর হবে।

    এর আগে গেল ৩ মার্চ ভোক্তা পর্যায়ে বাড়ানো হয় এলপিজির দাম। তখন ১২ কেজি সিলিন্ডারের দাম ৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৮২ টাকা নির্ধারণ করা হয়। গত ৪ ফেব্রুয়ারি ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম ৪১ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। তার আগে গত ২ জানুয়ারি ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম ২৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৩৩ টাকা নির্ধারণ করেছিল সংস্থাটি।

    তবে ২০২৩ সালে এ দফা নিয়ে ছয় দফা কমল এলপিজি ও অটোগ্যাসের দাম। আর এ সময় দাম বেড়েছে সাত দফা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) অসুস্থ, সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) বেশ কিছুদিন ধরে লিভারজনিত জ্বরসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে...