বরিশাল জেলার উজিরপুর পৌরসভায় পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ভিজিএফের চাল বিতরণের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার ৪ এপ্রিল সকাল ১০ টায় উজিরপুর পৌরসভার ইচলাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেলা সাড়ে ১০ টায় উজিরপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে মোট ৩ হাজার ৮১ জনকে ১০ কেজি করে মোট ৩০ টন ৮ শত ১০ কেজি চাল বিতরণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উজিরপুর পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দীন বেপারীর সভাপতিত্বে চাল বিতরণের উদ্বোধন করেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা,
উজিরপুর পৌরসভার প্যানেল মেয়র মোঃ হেমায়েত উদ্দীন,রিপন মোল্লা , আব্দুল হাকিম সিকদার , মজিবুর রহমান ,নজরুল ইসলাম মামুন নাসির উদ্দীন , খাইরুল ইসলাম ,খবির উদ্দিন, অসিম ঘরামি ,মহিলা কাউন্সিলর রানি বেগম, শামসুন্নাহার , আঁখি খানম প্রমুখ।