পিরোজপুরের মঠবাড়িয়ায় বলেশ্বর নদীর পাড়ের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে প্রতিবছরের ন্যায় এবারও “হাতেখড়ি ফাউন্ডেশন” এর উদ্যোগে একবক্স ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৫ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ মাঝেরচর ও সাংরাইল এলাকার জেলেপল্লির ৫০ জন শিশুদের মধ্যে ঈদ উপহার হিসেবে সেমাই, চিনি, দুধ, পোলাও চাল ও মুড়ি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা সভাপতি সুমন মিস্ত্রি সজিব, সহ সভাপতি আবিদ হাসান, সাংগঠনিক সম্পাদক আকিয়া সায়মা, মঠবাড়িয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক জিয়াউল হক মান্না প্রমুখ।
পশ্চিম হোগোলপাতি আজিজিয়া প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী লামিয়া বলে, এক বক্স ঈদের উপহার পেয়ে অনেক খিশি হয়েছি। আমার বাবা—মা গরীব, ঈদের বাজার করতে কষ্ট হয়।
এটা আমাদের অনেক উপকার হয়েছে। পঞ্চম শ্রেণির ছাত্র ওমর ফারুক বলে, রঙিন বক্সে ঈদ উপহার পেয়ে ভালো লাগতেছে। বক্সগুলো দেখতে অনেক সুন্দর। সেমাই, চিনি, দুধ আমি মা—বাবা কে নিয়ে ঈদ পালন করতে পারবো ভেবে আনন্দ লাগতেছে।
স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম বলেন, এ ধরনের মহৎ কাজে উপস্থিত থাকতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আলোকিত মানুষ এর এমন মহৎ উদ্যোগ অব্যাহত থাকুক। সংগঠনের সংশ্লিষ্টদেও জন্য তিনি শুভ কামনা জানিয়েছেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক রুবেল মিয়া নাহিদ বলেন, সমাজের এই অবহেলিত সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করার সুযোগ ও তাদের মুখে ঈদের আনন্দে হাসি দেখতে পাওয়াটা আমার কাছে মানসিক প্রশান্তি।