More

    উজিরপুরে অস্ত্রের মুখে জিম্মি করে ব্রাক ম্যানেজারের বাসায় দুর্ধর্ষ ডাকাতি

    অবশ্যই পরুন

    বরিশালের উজিরপুরে ব্রাক ম্যানেজার অনিতা রানীর বাসায় অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের লোকজনের হাত-পা বেধে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে।

    ১৬ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উত্তর পার্শ্বে স্বপন বাড়ৈ এর ভাড়াটিয়া উজিরপুরের ব্রাক ম্যানেজার অনিতার রানী সরকার অফিসে থাকার সুযোগে মুখোশধারী তিনজন ডাকাত তাদের ঘরে ঢুকে ম্যানেজারের মা ও মামা ও শিশু মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে ১ ঘণ্টা তাণ্ডব চালিয়ে ঘরের আসবাবপত্র ভেঙে স্বর্ণের চেইন ,কানের দুল,পাশা, একটি আইফোন,একটি বাটন ফোন, ট্যাব মোবাইল, একটি হারমনিয়াম ও নগদ ৮০০ টাকা নিয়ে বীর দর্পে পালিয়ে যায়। স্থানীয় সূত্রে আরো জানা যায়,

    ঐ দিল সকাল ৯ টার দিকে তিন যুবক কৌশলে বাসা ভাড়া নেয়ার কথা বলে ঐ বাড়িতে প্রবেশ করে। তখন বাড়ির অন্য ভাড়াটিয়া প্রভাষক রতন চ্যাটার্জী ব্যাচেলরদের বাসা ভাড়া দিবেন না বল্লে ঐ তিন যুবক চলে যায়৷ ডাকাতের হাতে জিম্মি ব্রাক ম্যানেজারের মা জানান, সকালে বাসা ভাড়া নিতে আসা ঐ তিন যুবক ই সন্ধ্যায় তাদের বাসায় ডাকাতি করে।

    ঘটনা শুলে ঘটনা স্থল পরিদর্শন করেন বরিশালের সহকারী পুলিশ সুপার ( উজিরপুর সার্কেল) মাজহারুল ইসলাম, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ, ওসি তদন্ত মোঃ তৌহিদুজ্জামান সোহাগ।আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি জানান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বাংলাদেশের বিপক্ষেও জ্বলে উঠতে প্রস্তুত কুশল মেন্ডিস

    এশিয়া কাপে গ্রুপ পর্বে বাংলাদেশ ও হংকংয়ের বিপক্ষে সম্মিলিত ১৪ রান করেন শ্রীলঙ্কার ওপেনার কুশল মেন্ডিস। তার এমন পারফরম্যান্সে...