More

    ভান্ডারিয়ায় মাদক সেবনে নিষেধ করায় ব্যবসায়ীকে পিটিয়ে হাত ভেঙে দিল সন্ত্রাসীরা

    অবশ্যই পরুন

    পিরোজপুরের ভান্ডারিয়া সোহাগ ষ্টোর এর পাশে বসে মাদক সেবন করতে নিষেধ করায় মোঃ শাহজাহান সরদার (৪২) নামের এক দোকানদার ব্যবসায়ীকে পিটিয়ে রক্তাক্ত জখম করে হাত ভেঙে দিয়েছে স্থানীয় বখাটে সন্ত্রাসীরা।

    আহত ব্যবসায়ী ওই থানার ৮ নং ওয়ার্ড ছোট কানুয়া গ্রামের বাসিন্দা মৃত মোসলেম আলী সরদারের ছেলে। বুধবার দুপুর ১: ৪০ মিনিটে ভান্ডারিয়া বাজারের ভিতরে সৌদিয়া মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি মুমূর্ষ অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে । মারধরের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে ।

    প্রতিপক্ষ সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে ভুক্তভোগীর পরিবার। আহত সূত্রে জানা যায়, আহত শাহজাহান সরদার একজন ব্যবসায়ী তার দোকান সোহাগ ষ্টোর পাশে বসে এলাকার বখাটে যুবক রাসেল চোকদার ও তার সহযোগীরা প্রতিদিন মাদক সেবন করে ও অশ্লীল ভাষায় বিভিন্ন লোকজনকে গালিগালাজ করে আসছিল। এতে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষতি হয়।

    ভুক্তভোগী শাহজাহান সরদার তাদেরকে দোকানের পাশে বসে মাদক সেবন করতে নিষেধ করলে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে চলে যায় । ঘটনাদিন তারই জের ধরে বখাটে রাসেল চোকদার, শান্ত চোকদার , রুহুল আমিন সহ ৪-৫ জন সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে তার উপরে হামলা চালায়।

    রডের আঘাতে তার হাত ভেঙে চূর্ণ-বিচ্ছন্ন হয়ে যায় ও সারা শরীরের নীলাফুলা জখম হয়। এ সময় তার সাথে থাকা ৯০ হাজার ৪ শত টাকা নিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে ।

    সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য শেবাচিমে প্রেরণ করেন। এ বিষয়ে মামলাদারের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...