More

    আগৈলঝাড়ায় ৩ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় পূর্ব বিরোধের জের ধরে কুপিয়ে ও পিটিয়ে ৩ জনকে গুরুত আহত করেছে প্রতিপক্ষরা। আহতদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    আহত স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার পূর্ব বিরোধের জের ধরে গতকাল শুক্রবার সকালে উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামের তৈয়ব আলী মিয়ার ছেলে মহসীন মিয়ার (২২) উপর হামলা করে কুপিয়ে আহত করে একই গ্রামের মেহেদি হাসান ও রিপন মিয়া।

    এসময় মহসীনের ভাই হৃদয় ও মহিদুল মিয়া বাধা দিতে গেলে তাদেরকেও পিটিয়ে আহত করে প্রতিপক্ষরা। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান আহত মহিদুল মিয়া।

    এব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, এঘটনায় লিখিত অভিযোগ এখনও হাতে পাইনি। পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    মাদারীপুরে আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হলো ঠিকাদার তুহিনের লাশ

    মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে হত্যা মামলার পর আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হয়েছে ঠিকাদার সৈয়দ তুহিন হাসানের লাশ। মৃত্যুর...