More

    ঝালকাঠিতে বোরো ধানের বাম্পার ফলন

    অবশ্যই পরুন

    আবহাওয়া অনুকূলে থাকায় দক্ষিণের জেলা ঝালকাঠিতে এবছর বোরে ধানের বাম্পার ফলন হয়েছে। ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত সময় পাড় করছেন কৃষক-কৃষাণীরা। প্রযুক্তিকে কাজে লাগিয়ে কৃষি ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করেছে এ জেলার কৃষকরা। কম্বাইন্ড হারভেস্টার মেশিন ব্যবহার করে বিঘা প্রতি অতিরিক্ত ৪ হাজার টাকা লাভ করছে কৃষক।

    যেদিকেই চোখ পড়বে সেদিকেই এখন দিগন্ত বিস্তৃত বোরো ধানের সমারোহ। এতে হাসি ফুঁটেছে কৃষকদের মুখে। জেলায় এ বছর ১৩ হাজার ৭৫০ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। এতে গড়ে প্রায় ৬-৭ টন ধান প্রতি হেক্টরে ফলন পাওয়া যাচ্ছে। কৃষি বিভাগ এ বছর বোরো ধানের লক্ষমাত্রা ঠিক করেছে ৮৯ হাজার ৩৭৫ মেট্রিকটন।

    এর মাধ্যমে ঝালকাঠি জেলায় প্রায় ২৫০ কোটি টাকার ধান উৎপাদিত হবে বলে আশা করা যায়। কৃষকরা প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কৃষি ক্ষেত্রে সূচনা করেছেন নতুন দিগন্তের। কম্বাইন্ড হারভেস্টার মেশিন ব্যবহারের মাধ্যমে একই সাথে ধান কর্তন ও মারাই করছেন কৃষকরা। ফলে লাগছে না মারাই করার শ্রমিক খরচ কিংবা বাড়তি সময়।

    এছাড়া এই মেশিন ব্যবহারের ফলে মাঠে বসেই ধান বিক্রি করা সম্ভব হচ্ছে। যার ফলে বিঘা প্রতি অতিরিক্ত ৪ হাজার টাকা লাভ করতে পারছেন কৃষকরা। কয়েকজন বোরো চাষি জানান, আবহাওয়া ভালো থাকায় ধানের ফলন ভালো হয়েছে।

    পর্যাপ্ত রৌদ্র থাকার কারণে অল্প সময়ে ধান শুকিয়ে ঘরে তোলা গেছে। কম্বাইন্ড হারভেস্টার মেশিন ব্যবহারের মাধ্যমে ধান কর্তন ও মারাই করার সুবাদে বিঘা প্রতি ৩/৪ হাজার টাকা সাশ্রয় হয়েছে। ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ পরিচালক মো: মনিরুল ইসলাম বলেন,ঝালকাঠি জেলায় এ বছর ১৩ হাজার ৭৫০ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে।

    চলতি বোরো মৌসুমে প্রায় ১২ হাজার কৃষকরা সরকারের পক্ষ থেকে কৃষকদের উন্নত জাতের বীজ, সার ও নানা রকম কৃষি উপকরণসহ প্রশিক্ষণ দেয়া হয়েছে। বর্তমান প্রচন্ড তাপদাহের মধ্যেও যান্ত্রিক পদ্ধতির ব্যবহার করে ধান কর্তন ও মারাই করে কৃষকরা লাভবান হচ্ছে।

    এ বছর ধানের রোগ বালাই কম হওয়ায় ফলন বেশি পাচ্ছে কৃষকরা। এর ফলে আর্থিক ভাবে লাভবান হচ্ছে কৃষক এবং তারা নিজেদের আর্থসামাজিক অবস্থারও পরিবর্তন ঘটাতে সক্ষম হচ্ছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...