More

    ঝালকাঠিতে ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা

    অবশ্যই পরুন

    ঝালকাঠির নলছিটি উপজেলায় একটি ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৪ মে) দুপুরে উপজেলার কুশঙ্গল ইউনিয়নের ফয়রা এলাকার থ্রি স্টার ইটভাটায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

    অভিযাননের নেতৃত্বে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায়। তিনি জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ এর ৪ ধারা লঙ্ঘনে ১৪ ধারায় থ্রি স্টার ইটভাটার ম্যানেজার আব্দুর রহমানকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

    এছাড়া নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করায় নলছিটি উপজেলার ‘দোয়াত কলম’ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমানের সমর্থক সাইফুল ইসলাম বাচ্চুকে ১০ হাজার টাকা ও ‘মোটরসাইকেল’ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন খান সেলিমের সমর্থক মনিরুজ্জামান বিপ্লবকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...