ঝালকাঠিতে চুরির উদ্দেশ্যে ঘরে প্রবেশ করে মরিয়ম বেগম (২৩) নামের এক গৃহবধূকে পিটিয়ে জখম করেছে। মঙ্গলবার সন্ধ্যা ৭:০০ টায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত গৃহবধূ ঝালকাঠি সদর উপজেলার বড় একসেড়া পাড়া গ্রামের বাসিন্দা সজিব হাওলাদার স্ত্রী। বর্তমানে তিনি মুমূর্ষ অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
আহত অভিযোগ করে বলেন , ঘটনার দিন একই এলাকা বাসিন্দা সত্তার হাওলাদারের ছেলে হিমেল ও সৈকত এবং তার সহযোগী নাদিম ঘরে ঢুকে ১ লক্ষ টাকা নিয়ে যায় । বাধা দিলে পিটিয়ে রক্তাক্ত জখম করে।