More

    সুষ্ঠু নির্বাচনের উদাহরণ সৃষ্টি করতে চাই, বিশৃঙ্খলা করলে ব্যবস্থা নেয়া হবে —বিভাগীয় কমিশনার

    অবশ্যই পরুন

    বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলী বলেছেন, আমরা সুষ্ঠু নির্বাচনের উদাহরণ সৃষ্টি করতে চাই। নির্বাচন নিয়ে আমরা একটা অনন্য উচ্চতায় পৌঁছে গেছি। সেখান থেকে ফেরার সুযোগ নেই। যেকোনো মূল্যে আমরা তা ধারে রাখবো।

    ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে বরিশালের গৌরনদী—আগৈলঝাড়া উপজেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও দায়িত্বরত ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সাথে গতকাল রোববার সকালে মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার বলেন, কেউ ক্ষমতার অপব্যবহার করতে পারবেন না, জাল ভোটের তো প্রশ্নই ওঠেনা। যদি একটি জাল ভোট পরে ভোট কেন্দ্র বন্ধ থাকবে। দরকার হলে আবার পূনঃনির্বাচন হবে।

    ক্ষমতার অপব্যবহার করে কোন লাভ হবেনা। নির্বাচনের দিনেও কিন্তু প্রার্থীতা বাতিল হওয়ার নজির আছে। কোন প্রার্থী যদি এমন কিছু করেন তাহলে আমরা নির্বাচন কমিশনকে বলতে বাধ্য হবো। নির্বাচন কমিশন তাৎক্ষণিক ভাবে প্রার্থিতা বাতিল করে দিবেন। সর্বোচ্চ ভোট পেলেও কাজ হবেনা। আমরা সুষ্ঠু নির্বাচনের উদাহরণ সৃষ্টি করতে চাই।

    ভোটগ্রহণ কর্মকর্তাদের উদ্দেশ্যে বিভাগীয় কমিশনার বলেন, নিকট অতীতের দিকে তাকান, দূর অতীতের দিকে তাকাবেন না। আপনাদের কিন্তু শতভাগ সুষ্ঠু নির্বাচন করতে হবে। এর কিন্তু কোন রকম ব্যত্যয় ঘটবেনা। অন্য কোন চিন্তা ভাবনা যদি কেউ মাথায় ঢুকিয়ে থাকেন সেটি মাথা থেকে সরিয়ে ফেলুন। কোন প্রলোভনে পা দিবেননা। একজন বয়োজ্যোষ্ট কর্মকর্তা হিসেবে আপনাদের অনুরোধ করছি।

    এই অনুরোধ যদি আপনারা না শুনেন তাহলে কিন্তু আপনারা বিপদে পড়ে যাবেন। অনিয়ম করে যদি কেউ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধৃত হন তাহলে চাকরি জীবন কিন্তু হুমকির মধ্যে পড়ে যাবে। অনুষ্ঠানের বিশেষ অতিথি বরিশাল রেঞ্জ ডিআইজি মো. জামিল হাসান বলেন, যদি কেউ অপ্রীতিকর পরিস্থিতি ঘটাতে চান তাহলে তাকে খেসারতও অনেক দিতে হবে।

    বিগত কয়েকটি নির্বাচনের ধারাবাহিকতা থেকে এক ইঞ্চিও নিচে নামতে পারবো না। নির্বাচন নির্বাচনের মতই হবে। প্রার্থীদের উদ্দেশ্যে করে তিনি বলেন, আপনারা ভোটারদের ভোট কেন্দ্র অভয় দিয়ে নিয়ে আসবেন। ভোটারদের নিরাপত্তার দায়িত্ব আমরা নিলাম। নির্বাচনে নিরাপত্তা দানকারী ফোর্সের সংখ্যা বিপুল পরিমাণ থাকবে। কেউ বিশৃঙ্খলা করলেই তাৎক্ষণিক ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।

    জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু আবদুল্লাহ খানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম, র‌্যাব—৮ এর উপ—অধিনায়ক মেজর জাহাঙ্গির, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন।

    অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন, গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সারমিন সুলতানা রাখী। মতবিনিময় সভায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং ভোটদানকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আফগানিস্তানকে হারিয়ে লঙ্কানদের দিকে তাকিয়ে টাইগাররা

    আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে সুপার ফোরের দৌড়ে টিকে রইল বাংলাদেশ। তবে লঙ্কানদের দিকে তাকিয়ে থাকলে হচ্ছে টাইগারদের। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর)...