ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বরিশালে বিদ্যুৎ সরবরাহ ও টেলিযোগাযোগ–সেবা বিপর্যস্ত হয়ে পড়েছে। গত রোববার রাতে রিমালের তাণ্ডব শুরুর পর বরিশাল জেলায় বিদ্যুৎ সরবরাহব্যবস্থায় বিঘ্ন ঘটে।
মঙ্গলবার দুপুর পর্যন্ত জেলায় তা পুনঃস্থাপন করা সম্ভব হয়নি। বরিশাল বিভাগের অন্তত আট লাখ গ্রাহক বিদ্যুৎহীন রয়েছেন।
প্রায় ৪৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ না থাকায় বিপর্যয়ে পড়েছে টেলিযোগাযোগ পরিষেবাও। মুঠোফোন ও ইন্টারনেট যোগাযোগ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন কয়েক লাখ গ্রাহক।
এতে ঝড়ের ক্ষয়ক্ষতি নিরূপণ করা যাচ্ছে না। সেই সঙ্গে স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না স্থানীয় বাসিন্দারা।