More

    কালকিনিতে বাজার কমিটির সভাপতির পায়ের রগ কর্তনের অভিযোগ

    অবশ্যই পরুন

    মাদারীপুরের কালকিনিতে পূর্বশত্রুতার জেড় ধরে আবুল কাশেম তালুকদার (৬৮) নামে এক বাজার কমিটির সভাপতির ডান পায়ের রগ কর্তন ও কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ।

    আহত আবুল কাশেম তালুকদার উপজেলার পূর্ব এনায়েতনগর এলাকার মহরদ্দিরচর গ্রামের সোনাবালী তালুকদারের ছেলে ও সমিতিরহাট বাজার কমিটির সভাপতি। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে। সোমবার সকালে এ হামলার ঘটনা ঘটে।

    ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সমিতিরহাট বাজার কমিটির সভাপতি আবুল কাশেম তালুকদার ভোরে বাড়ি থেকে সমিতিরহাট বাজারে যান। এসময় বাজারে ওৎ পেতে থাকা একই এলাকার রাসেল খা, ফয়সাল তালুকদার, সোহেল মৃধা, হাচেন হাওলাদার ও আজিজুলসহ বেশ কয়েকজন মিলে পূর্ব শত্রুতার জের ধরে আবুল কাশেমকে চাপাতি দিয়ে এলোপাথারিভাবে কুপিয়ে জখম করে এবং তার ডান পায়ের রগ কেটে ফেলে পালিয়ে যায়।

    পরে তাকে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কিন্তু তার অবস্থার অবনতি হলে পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

    আহতের ছেলে পূর্বএনায়েতনগর ইউপি পরিষদের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ তাইজুল ইসলাম জানান, আমার বাবাকে অতর্কিত ভাবে কুপিয়ে জখম ও পায়ের রগ কর্তন করেছে রাসেল খা, ফয়সাল তালুকদার, সোহেল মৃধা, হাচেন হাওলাদার ও আজিজুলসহ অনেক লোকজন।

    আমি হামলাকারীদের বিচার চাই। এই আসামীরা বিগত ২০২১ সালের ২৯ জুলাই সকালে ফজরের নামাজ শেষে ফেরার পথে এলোপাথাড়ি কুপিয়ে মারাত্মক হারকাটা জখম ও দুই পায়ের রগ কেটে দেয়। যার মামলা নং জি আর ১৬৫/২১। মামলাটি মাদারীপুর জেলা আদালতে বিচারাধীন রয়েছে।

    এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত রাসেল খা, ফয়সাল তালুকদার, সোহেল মৃধা, হাচেন হাওলাদার ও আজিজুলকে বাড়িতে পাওয়া যায়নি।

    এ ব্যাপারে কালকিনি থানার অফিসার ইনচার্জ সরকার আব্দুল আল-মামুন জানান, বিষয়টি জানতে পেরেছি। তদন্ত চলছে অপরাধীদের আইনের আওতায় এনে ব্যবস্থা নেয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে প্রসূতি নারীর মৃত্যু: চিকিৎসা অবহেলার অভিযোগ স্বামীর

    বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃত নারীর নাম তানজিলা আক্তার, তিনি...