More

    লঞ্চঘাটে যাত্রীদের ব্যাগ ধরে টানাটানি, গ্রেপ্তার ৭

    অবশ্যই পরুন

    চাঁদপুর লঞ্চঘাটে যাত্রীদের ব্যাগ ধরে টানাটানিসহ হয়রানির অভিযোগে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার ৭ চালককে গ্রেফতার করেছে নৌ-পুলিশ। রোববার (২ জুন) দুপুরে লঞ্চঘাটে নৌ-পুলিশ দায়িত্ব পালন অবস্থায় এসব চালক এ ধরনের কাজ করায় তাদের গ্রেফতার করা হয়।

    রাতে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।

    গ্রেপ্তার চালকরা হলেন- ইমাম হোসেন তপাদার (২৫), মো. মনির গাজী (৩০), মো. হানিফ বেপারী (৬৫), মো. জুয়েল (২৫), রিয়াদ (২৫), মো. সোহেল (২৫) ও আলী বেপারী (৩৪)। এদের বাড়ি চাঁদপুর শহর, সদর ও ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে।

    ওসি কামরুজ্জামান বলেন, দুপুরে লঞ্চ টার্মিনালে নৌ-পুলিশ দায়িত্বরত অবস্থায় সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার চালকরা যাত্রীদের হয়রানি, ব্যাগ ধরে টানাটানি করেন। তারা চিৎকার-চেঁচামেচি করে জনসাধারণের বিরক্তি সৃষ্টি করেন এবং মারামারি করেন।

    এসব কারণে তাদের গ্রেফতার করা হয়। তিনি আরও বলেন, গ্রেফতারদের মধ্যে ৬ জনের বিরুদ্ধে চাঁদপুর নৌ থানায় নন এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে। তবে আলী বেপারী মারামারি করায় তার বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে : মির্জা ফখরুল

    অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক...