পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ৩৬০০ পরিবারকে জাপান সরকারের খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার বিকালে কলাপাড়ার চাকামইয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে খাদ্য সহায়তা তুলে দেন গুড নেইবারস’র প্রজেক্ট ম্যানেজার ইউকি ইউসিমোরা। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশর আয়োজনে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাকামইয়া ইউপি চেয়ারম্যান মজিবর রহমান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুড নেইবারস জাপান মোফা ডিআরআর প্রজেক্টের কো—অর্ডিনেটর দীপক কুমার দাস, রাজিব বিশ্বাস। অনুষ্ঠানে জাপানি নাগরিক ইউকি ইউ সিমো রা বলেন, জাপানেও বাংলাদেশের মতো দূর্যোগ হয়। বহু মানুষের ক্ষতি হয়।
তাই জাপানের মানুষ আপনাদের এই বিপদের সময় সহায়তা নিয়ে পাশে দাড়িয়েছে। কলাপাড়া উপজেলার রিমালে বেশি ক্ষতিগ্রস্ত আটটি ইউনিয়নের ৩৬০০ পরিবারকে ১০ কেজি চাল, তেল, ডালসহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেয়া হবে জাপানের সরকারের পক্ষ থেকে।