More

    কালকিনিতে এলাকায় লুটপাটের অভিযোগে এলাকাবাসীর বিক্ষোভ

    অবশ্যই পরুন

    মাদারীপুরের কালকিনিতে এলাকার নিরীহ সাধারণ মানুষের গরু ও বসতবাড়িতে লুটাপাটের অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় এলাকাবাসী। আজ রোববার দুপুরে উপজেলার আলীনগর ইউনিয়নের কোলচুরি স্বস্থাল গ্রামে এ কর্মসূচি পালন করা হয়।

    এদিকে ওই প্রভাবশালী মহলের এমন কার্যক্রম দ্রুত বন্ধ করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। এলাকা ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার আলীনগর ইউনিয়নের কোলচুরি স্বস্থাল গ্রামের স্থানীয় প্রভাবশালী নুরুল আমিনের নেতৃত্বে তার লোকজন নিয়ে দীর্ঘদিন যাবত স্থানীয় বেশ কয়েকটি অসহায় পরিবারের বসতঘরে ও তাদের গরু লুটপাট করে আসছে। পরে ওই প্রভাবশালী নুরুল আমিনের কাছে লুট করা গরু ফেরত চান ভুক্তভোগী পরিবার।

    এদিকে তাদের গরু ফেরত চাওয়ায় ওই ভুক্তভোগী পরিবারের লোকজনকে মামলা দিয়ে হয়রানি করার হুমকি দিয়ে আসছেন প্রভাবশালী নুরুল আমিন। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় ইউপি সদস্য মো. শামসুল হক হাওলাদারের উদ্যোগে প্রায় শতাধিক স্থানীয় লোকজন প্রভাবশালী নুরুল আমিনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিন করেছেন।

    স্থানীয় ইউপি সদস্য মো.শামসুল হক হাওলাদারসহ বেশ কয়েকজন বিক্ষোভকারী অভিযোগ করে বলেন, প্রভাবশালী নুরুল আমিনের নেতৃত্বে তার লোকজন নিয়ে এলাকায় প্রায় ৫০টি বাড়িতে লুটপাট করে আসছে। আমরা প্রশাসনের কাছে এ কর্মকাণ্ড বন্ধের ও তার বিচার দাবি জানাই।

    অভিযুক্ত নুরুল আমিনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি জানান, আমি ষড়যন্ত্রের শিকার। এ ব্যাপারে কালকিনি থানার ওসি (তদন্ত) মো. মারগুব তৌহিদ বলেন, লুটপাটের ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...