স্টাফ রিপোর্টারঃ বরিশাল সদর উপজেলার চরমোনাই থেকে সরাসরি ঢাকা পর্যন্ত চালু হচ্ছে বাস সার্ভিস। এতে ইউনিয়নবাসীর মধ্যে খুশির আমেজ বইছে।
মঙ্গলবার (২ জুলাই) থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে চরমোনাই টু ঢাকা বাস সার্ভিস। সুন্দরবন ক্লাসিক পরিবহণ লিমিটেড একটি সার্ভিস দিচ্ছে বলে জানা যায়। এতে জনপ্রতি ৬০০ টাকা করে বাস টিকিট ধার্য করা হয়েছে বলে জানা গেছে।
চরমোনাইবাসী বলেন- চরমোনাই থেকে সরাসরি ঢাকা পর্যন্ত বাস সার্ভিস পেয়ে তারা খুবই খুশি। আগে নথুল্লাবাদ গিয়ে বাসে উঠতে হতো এখন চরমোনাই থেকে সরাসরি ঢাকা যাওয়ার সুযোগ পাবে।
এ বিষয় চরমোনাই মাদ্রাসার ছাত্ররা বলেন- তাদের আসা য়াওয়ায় অনেক সুবিধা হয়েছে। মাদ্রাসার সামনে থেকেই এখন গাড়িতে শান্তিতে গন্তব্যে যেতে পারবো।
এ বিষয় চরমোনাই মাদ্রাসার এক শিক্ষক বরিশাল ডট নিউজ কে বলেন – বরিশাল টু ঢাকা বাস সার্ভিস হয়ে আমাদের যাতায়াতের অনেক সুবিধা হয়েছে। এই মাদ্রাসায় অনেক ঢাকার ছাত্ররা অধ্যয়নরত আছেন, তারা এখান থেকেই গাড়িতে বাড়ি যেতে পারবেন। এলাকার জনগণের অনেক সুবিধা হয়েছে।