কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা সৈকতে ভেসে আসলো সাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ জেলে নজরুল ইসলামের (৬০) মৃতদেহ।
শুক্রবার সকালে সৈকতের মিরাবাড়ী স্পটে মৃতদেহটি ভেসে এসেছে বলে স্থানীয়রা নিশ্চিত করেন। নিহত নজরুল ইসলাম কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের মঞ্জুপাড়া গ্রামের বাসিন্দা।
জানা গেছে,শুক্রবার ( ১ আগস্ট ) সকাল ৮ টার দিকে কুয়াকাটা সৈকতের মিরাবাড়ী স্পটে, মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে নিহতের ছেলে নাসির হাওলাদার এসে মৃতদেহ শনাক্ত করেন। নাসির হাওলাদার বলেন, আমার বাবা নজরুল হাওলাদার গত শুক্রবার ট্রলার ডুবিতে নিখোঁজ ছিলেন।
তারা ১৫ জন ছিলেন। ৮৪ ঘণ্টা পরে ১০ জন উদ্ধার হয়। ৫ জন নিখোঁজ ছিলেন। যার মধ্যে আমার বাবা ছিলেন। আজ শুক্রবার সকালে তার মরদেহ ভেসে আসে।
কুয়াকাটা নৌ পুলিশের এএসআই মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেছি। পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।