স্টাফ রিপোর্টারঃ বরিশালের আগৈলঝাড়ায় জুলাই পুনর্জাগরণ উপলক্ষ্যে গান, আবৃত্তি, চিত্রাঙ্কন, রচনা ও কবিতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সারাদেশের ন্যায় উপজেলার নগরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে জুলাই পুনর্জাগরণ উপলক্ষ্যে গান, আবৃত্তি, চিত্রাঙ্কন, রচনা ও কবিতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমানের সভাপতিত্বে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মন্নান মিয়া, শিক্ষক অর্পনা সরকার, রিতা বাড়ৈ, প্রিয়াংকা বৈষ্ণব, শিক্ষার্থী নিশাদ ফাহিমাসহ প্রমুখ। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।