More

    বরিশালে নিম্নবিত্ত-মধ্যবিত্তদের সাধ্যের বাইরে ইলিশ

    অবশ্যই পরুন

    ইলিশের শহর হিসেবে পরিচিত বরিশালে চলছে ইলিশের আকাল। ইলিশের সরবরাহ কম থাকায় কমেছে আমদানি, দামও তাই আকাশ ছোয়া। আজ (শনিবার, ২ আগস্ট) বরিশালের পোর্টরোড ইলিশের পাইকারি বাজারে ইলিশের আমদানি ছিল খুব কম। ভরা মৌসুমে ইলিশের সরবরাহ কম হওয়ায় দাম বেড়েছে অনেক। ইলিশের দাম বেশি হওয়ায় বেড়েছে অন্য মাছের দামও।

    ক্রেতারা বলছেন, ইলিশের দাম এখন নিম্নবিত্ত দূরের কথা মধ্যবিত্তদেরও সাধ্যের বাইরে। বিক্রেতারা বলছেন, সরবরাহ কম থাকায় দাম বেশি। আজ বরিশালের বাজারে এক কেজি ওজনের ইলিশের কেজি ২ হাজার ৩৫০ টাকা। দেড় কেজি ওজনের ইলিশ প্রতি কেজি ২ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে।

    ৭০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ২ হাজার ১০০টাকা, এবং ৪০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি ১ হাজার ৩০০ টাকা। ইলিশের দাম বৃদ্ধির প্রভাবে বেড়েছে অন্যান্য মাছের দামও। রূপচাঁদা ১ হাজার ৩৫০, চাষের কৈ ২২০, পাবদা ৩২০, লৈট্টা ১৫০, ঢেলা ৫০০, চেলা ২৮০, পাঙাস ২১০, তেলাপিয়া ২০০ থেকে ৩০০, ভেনামি চিংড়ি ৭০০, এবং বাগদা ৯০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

    অনলাইন ডেস্ক: বিতরণ লাইন মেরামত ও ট্রান্সফরমারের জরুরি সংস্কারকাজের জন্য সিলেটের বিভিন্ন এলাকায় শনিবার (১৩ সেপ্টেম্বর) ৮ ঘণ্টা বিদ্যুৎ...