আবু তালহা চরফ্যাশন প্রতিনিধিঃভোলা জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষ্যে আগামী মঙ্গলবার (৫ আগস্ট) সারাদেশে গণমিছিল করবে জামায়াত।
এই কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার শনিবার (২ আগস্ট) একটি বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, জুলাইয়ের ছাত্রজনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষ্যে পূর্ব ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জামায়াতে ইসলামির সকল মহানগরী ও জেলা শাখার প্রতি আগামী মঙ্গলবার শান্তিপূর্ণ গণমিছিল সফল করার আহ্বান জানানো হয়েছে।
সেই কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে, চরফ্যাশন উপজেলা জামায়াত ইসলামি ৫ই আগস্ট আগামীকাল মঙ্গলবার গণ মিছিল করবে। স্থান চরফ্যাশন খাস মহল জামে মসজিদ চত্বর।
মিছিলটি ৫ ই আগস্ট মঙ্গলবার বাদ আছর অনুষ্ঠিত হবে। চরফ্যাশন উপজেলা জামায়াত ইসলামি যথাসময়ে নেতা কর্মীদের যথাস্থানে উপস্থিত থেকে গণ মিছিল সফল করার আহ্বান জানিয়েছেন।