More

    রাজাপুরে অবৈধ জাল বিরোধী অভিযানে ২৬ জাল জব্দ ও ধ্বংস

    অবশ্যই পরুন

    মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলায় খাল ও বিলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মাছ ধরার জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) সকাল থেকে উপজেলা মৎস্য বিভাগের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে চায়না দুয়ারি ও কারেন্ট জালসহ মোট ২৬টি জাল জব্দ করা হয়।

    উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মণ্ডলের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপজেলার বিভিন্ন খাল-বিলে ২২টি চায়না দুয়ারি জাল ও ৪টি ভেসাল জাল এবং পুটিয়াখালি বাজারের তিনটি দোকান থেকে আনুমানিক ৮ হাজার টাকার কারেন্ট জাল উদ্ধার করা হয়। অভিযানে রাজাপুর থানা পুলিশ ও মৎস্য অফিসের কর্মচারীরা অংশগ্রহণ করেন।

    পরে জব্দ করা জালসমূহ উপজেলা পরিষদ চত্বরে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল বলেন, “চায়না দুয়ারি জাল আইনত সম্পূর্ণ নিষিদ্ধ। এই জাল মাছের প্রজনন ও প্রাকৃতিক ভারসাম্যে ভয়াবহ ক্ষতি করে। জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি এ ধরনের অবৈধ জাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।”

    স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কিছু অসাধু চক্র অবৈধ জাল ব্যবহার করে মাছ নিধন করে আসছিল এবং বাজারে অবৈধ জাল বিক্রির মাধ্যমে প্রজনন মৌসুমে বিপর্যয় সৃষ্টি করছিল। এ অভিযানে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    মাদারীপুর কালকিনিতে বিশ্ব হাত ধোয়া দিবস ও জাতীয় স্যানিটেশন মাস উদযাপন

    মো.নাসিরউদ্দিন ফকির লিটন মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলায় প্রতি বছর ২৭ অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়...