আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে বরিশালের আগৈলঝাড়া উপজেলা বিএনপি ও অংঙ্গসংগঠনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা সদরের আগৈলঝাড়া সরকারী ডিগ্রি কলেজ চত্বর থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদরের এসএম বালিকা মাধ্যমিক বিদ্যালয় গিয়ে শেষ হয়।
পরে বিদ্যালয় মাঠে আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মাহাবুবুল ইসলামের সভাপতিত্বে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল—১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।
সভায় আরো বক্তব্য রাখেন, গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম—সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল আউয়াল লোকমান, সাবেক সহ— সভাপতি আনোয়ার সাদাত তোতা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শাহে আলম ফকির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবদুল মালেক আকন, আগৈলঝাড়া উপজেলা যুবদলের আহবায়ক শোভন রহমান মনির, গৌরনদী উপজেলা যুবদলের সভাপতি মনির হাওলাদার, জেলা উত্তর যুবদলের যুগ্ম—সম্পাদক রাশেদুল ইসলাম টিটন, বিএনপি নেতা আনোয়ার শাহ, আবু হানিফ বখতিয়ার, জেলা ছাত্রদলের সিনিয়র সহ—সভাপতি এসএম হীরাসহ প্রমুখ।