More

    দালাল ও গ্রুপিং মুক্ত বিএনপি’র কর্মসূচি পরিচালনার দাবিতে আগৈলঝাড়ায় বিএনপি’র ত্যাগী নেতাদের পৃথক ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ দালাল ও গ্রুপিং মুক্ত বিএনপি’র কর্মসূচি পরিচালনার দাবিতে বরিশালের আগৈলঝাড়া উপজেলা বিএনপি’র ত্যাগী বেশ কয়েকজন নেতা—কমীর্রা পৃথকভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করেছে। বিএনপি’র তিনজন কেন্দ্রীয় নেতাদের অনুসারীরা ত্রি—ধারায় বিভক্ত হয়ে ৫ আগস্ট দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

    একারনে উপজেলা বিএনপি’র ত্যাগী বেশ কয়েকজন নেতা—কমীর্রা মঙ্গলবার দুপুরে উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রীতে উপজেলা বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক মো. খলিলুর রহমান মোল্লার সভাপতিত্বে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. রাজ্জাক ফকির,

    জেলা উত্তর যুবদলের সদস্য ক্যাপ্টেন (অবঃ) কাজী সেলিম, উপজেলা তাঁতী দলের আহবায়ক মানিক বেপারী, উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি সাবিনা ইয়াসমিন খুকু, উপজেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. তারেক ফকির, উপজেলা শ্রমিকদল নেতা আনোয়ার মোল্লা ও বাকাল ইউনিয়ন শ্রমিকদলের সহ—সভাপতি রকিব পাইকসহ প্রমুখ। বক্তারা বলেন, আগৈলঝাড়া বিএনপি ও এর অঙ্গসংগঠনকে দালাল মুক্ত করার দাবী জানাই।

    দলের মধ্যে কোন গ্রুপিং থাকবে না। সকলে মিলে— মিশে একসাথে দলীয় কর্মসূচী পালনে সিনিয়র নেতৃবৃন্দের কাছে আহ্বান জানান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    উজিরপুরে আইন শৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

    মোঃ জুনায়েদ খান সিয়াম,উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির ও উপজেলা পরিষদের উদ্যোগে মাসিক সভা অনুষ্ঠিত...