আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে বরিশালের আগৈলঝারা উপজেলা বিএনপি ও অংঙ্গসংগঠনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা সদরের আগৈলঝাড়া সরকারী ডিগ্রী কলেজ চত্বর থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদরের এসএম বালিকা মাধ্যমিক বিদ্যালয় গিয়ে শেষ হয়।
পরে বিদ্যালয় মাঠে বিদ্যালয় উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মাহাবুবুল ইসলামের সভাপতিত্বে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল—১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।
সভায় আরো বক্তব্য রাখেন, গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম—সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল আউয়াল লোকমান, সাবেক সহ— সভাপতি আনোয়ার সাদাত তোতা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শাহে আলম ফকির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবদুল মালেক আকন, আগৈলঝাড়া উপজেলা যুবদলের আহবায়ক শোভন রহমান মনির, গৌরনদী উপজেলা যুবদলের সভাপতি মনির হাওলাদার, জেলা উত্তর যুবদলের যুগ্ন—সম্পাদক রাশেদুল ইসলাম টিটন, বিএনপি নেতা আনোয়ার শাহ, আবু হানিফ বখতিয়ার,
জেলা ছাত্রদলের সিনিয়র সহ—সভাপতি এসএম হীরাসহ প্রমুখ। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আগৈলঝাড়ায় ড্যাবের উদ্যোগে শহীদ ওয়াসিম ও সকল শহীদের স্মরণে দোয়া মিলাদ অনুষ্ঠিত ছবিঃ এ্যাটাচমেন্ট ফাইলে—৩। আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় ডক্টরস্ধসঢ়; এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও বরিশাল জেলা শাখার উদ্যোগে শহীদ ওয়াসিম ও সকল শহীদের স্মরণে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার দুপুরে উপজেলার গৈলা আল ফারুক এতিমখানা ও মাদ্রাসা আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজীবের সভাপতিত্বে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনা কেন্দ্রীয় ড্যাবের সদ্য সাবেক সভাপতি ডা. হারুন আল রশিদ, সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. মেহেদি হাসান ও অধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম সাকিলের উদ্যোগে শহীদের স্মরণে এই দোয়া মিলাদ বাস্তবায়ন করেন ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ও ড্যাব ঢাকা মেডিকেল কলেজ শাখার সহ—দপ্তর সম্পাদক ও আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজীব।
এসময় উপস্থিত ছিলেন ডা. মেহেদী হাসান নাঈম। অনুষ্ঠানের সমন্বয় করেন ডা. মীর রাশেখ আলম অভি ও ড্যাবের বরিশাল জেলা শাখার সাধারন সম্পাদক ডা. আবদুল মুনায়েম সাদ। দোয়া মিলাদ পরিচালনা করেন গৈলা আল ফারুক এতিমখানা ও মাদ্রাসার সুপার মাওলানা সৈয়দ মো. ইমরান ও হাফেজ আব্দুল্লাহ। এসময় দোয়া মিলাদে এতিমখানার শতাধিক শিশুরা অংশগ্রহণঅংশগ্রহণ