More

    সভাপতি লিলি, সম্পাদক নার্গিস, কলাপাড়া উপজেলা ও পৌর মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলন

    অবশ্যই পরুন

    কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, কলাপাড়া উপজেলা ও পৌর শাখার দ্বিবার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ৭ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ১০টায় কলাপাড়া পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলন শেষে এমন ঘোষণা আসে।

    এতে আগামী ২ বছরের জন্য কলাপাড়া উপজেলা মহিলা দল এবং কলাপাড়া পৌরসভা মহিলাদলের সুপার ফাইভ নেতৃবৃন্দের নাম ঘোষণা করেন পটুয়াখালী জেলা মহিলা দলের সভানেত্রী আফরোজা সীমা। ঘোষণা অনুযায়ী কলাপাড়া উপজেলা মহিলা দলের সভানেত্রী নির্বাচিত হয়েছেন সালমা আক্তার লিলি, সাধারণ সম্পাদিকা নির্বাচিত হয়েছেন নার্গিস আক্তার।

    কমিটির সাংগঠনিক সম্পাদিকা ফাতেমা নাসরিন সীমা, সিনিয়র সভানেত্রী হয়েছেন নার্গিস জামান এবং যুগ্ম সম্পাদিকা খাদিজা শিরিন। অপরদিকে কলাপাড়া পৌরসভা মহিলা দলের সভানেত্রী নির্বাচিত হয়েছেন ফারজানা সাম্মি ফ্লোরা এবং সাধারণ সম্পাদিকা মনি বেগম সহ ৫ সদস্যের সুপার ফাইভ নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেয়া হয়। এর আগে জাতীয় সঙ্গীত এবং দলীয় সঙ্গীতের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।

    উপজেলা মহিলা দলের সিনিয়র সভানেত্রী নার্গিস জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা মহিলা দলের সভানেত্রী আফরোজা সীমা। বিশেষ বক্তা ছিলেন, পটুয়াখালী জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা ফারজানা রুমা।

    কলাপাড়া উপজেলা বিএনপি’র মহিলা বিষয়ক সম্পাদিকা নার্গিস আক্তার এবং কলাপাড়া উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদিকা ফাতেমা নাসরিন সীমার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ুন শিকদার, সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জামান খোকন হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি কাজী মোহাম্মদ ফারুক এবং সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি।

    এ সময় কলাপাড়া উপজেলা ও পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং কলাপাড়া উপজেলা ও পৌর মহিলা দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ২ ওভারে ২ উইকেট হারিয়ে ০ রান বাংলাদেশের

    যতটা সম্ভব বাজেভাবে ম্যাচ শুরু করা সম্ভব, করেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে কোনো রান...