More

    বরিশালে স্বাস্থ্যখাতে সংস্কারের দাবিতে মহাসড়ক ব্লকেড

    অবশ্যই পরুন

    শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ সারাদেশের সরকারি হাসপাতালে চলমান অব্যবস্থাপনা, রোগীদের হয়রানি ও চিকিৎসা সেবার সংকটের বিরুদ্ধে বরিশালে আন্দোলনে নেমেছে ছাত্র-জনতা। শুক্রবার আন্দোলনের ১২তম দিনে বরিশাল-ঢাকা মহাসড়কের নথুল্লাবাদ এলাকায় সকাল ১১:৩০ থেকে সড়ক অবরোধ করে ‘বরিশাল ব্লকেড’ কর্মসূচি পালন করছেন তারা।

    অবরোধ চলাকালে আন্দোলনকারীরা মহাসড়কের ওপরেই জুমার নামাজ আদায় করেন। নামাজে আন্দোলনকারীদের পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটর, যাত্রী ও স্থানীয় নাগরিকরাও অংশ নেন। আন্দোলনকারীরা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতালগুলোতে একটি শক্তিশালী সিন্ডিকেট চিকিৎসা সেবাকে অকার্যকর করে তুলেছে। সাধারণ মানুষ পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছে না।

    এই কর্মসূচিতে সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল বিশ্ববিদ্যালয়, হাতেম আলী কলেজ, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং কনটেন্ট ক্রিয়েটররা অংশগ্রহণ করেছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না অসুস্থ দিনমজুর নাছিরের

    অনলাইন ডেস্ক: এক সময় দিনমজুরের কাজ করে সংসার চালাতো নাছির খান। আর তার আয়ে চলতো ৫ সদস্যের সংসার। দীর্ঘ...