পটুয়াখালী প্রতিনিধি : গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িত সকল সন্ত্রাসীকে গ্রেফতার ও মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার দাবি জানিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও সভা করেছে কর্মরত সাংবাদিকরা।
রবিবার দুপুর সাড়ে ১২টায় কলাপাড়া প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপুর সভাপতিত্বে মানববন্ধন পরবর্তী সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক শামসুল আলম, হুমায়ুন কবীর, মেজবাহ উদ্দিন মাননু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল মুখার্জী, এস কে রঞ্জন, ফরিদ উদ্দিন বিপু প্রমুখ।
সভায় বক্তারা, দেশে সাংবাদিক হত্যার বিচার হয় না বলেই এভাবে প্রকাশ্যে সাংবাদিক হত্যা করে সন্ত্রাসীরা অস্ত্র উঁচিয়ে বীরদর্পে চলে গেছে শতশত মানুষের সামনে দিয়ে। এভাবে আর কতদিন চলবে।
সরকার পরিবর্তন হয়, কিন্তু সাংবাদিক নির্যাতন ও হত্যা বন্ধ হয়না। বিচার হয়না। সভায় বক্তারা আরও বলেন দ্রুত বিচারের মাধ্যমে সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে না পারলে গাজীপুরের মত ঘটনা সারাদেশে ঘটতেই থাকবে। তাই তুহিন হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবি জানান।