More

    ঘুষ নিয়ে একজনের জমি অন্যজনকে লিজ দেওয়ায় আগৈলঝাড়ায় তহশিলদার ও সার্ভেয়ারের বিরুদ্ধে প্রতিবাদ সভা

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশাললের আগৈলঝাড়ায় ঘুষ নিয়ে একজনের জমি অন্য জনকে লিজ দেওয়ায় অভিযোগ উঠেছে তহশিলদার ও সার্ভেয়ারের বিরুদ্ধে। একারনে এলাকাবাসী প্রতিবাদ সভা করেছে। গতকাল সকালে উপজেলা সদরের সহকারী কমিশনার (ভূমি) অফিসের সামনে এই মানববন্ধন করেন তারা। প্রতিবাদ সভার বক্তব্য রাখেন, শাবানা কর্মকার, চিত্র ব্যাপারী, প্রতিভা মালাকার ও তৃপ্তি কর্মকারসহ প্রমুখ।

    জানা গেছে, সরকারী খাস জমি সরকার থেকে লিজ নিয়ে দীর্ঘ ৫৮ বছর ধরে ৭৮ শতাংশ জায়গা ভোগ দখল করে আসছিলেন আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের জন সুব্রত কর্মকার, এলিজাবেথ, এলবার্ট কর্মকার ও ক্লিটন কর্মকার। ওই জায়গার জন্য ২০২১ সালে দেবপ্রসাদ কর্মকারকে হত্যা করা হয়েছিল। ওই জায়গা পুনরায় লিজের জন্য ২০২৪ সালে আবেদন করেন তারা।

    আবেদনের পরে উপজেলা ভূমি অফিস থেকে একাধিকবার তদন্ত করলেও তারা কোন সুরাহা করেনি। উলটো উপজেলা ভূমি অফিস নিজেরা অর্থনৈতিকভাবে লাভবান হয়ে এবং ঘুষ নিয়ে ওই জায়গা লিজের জন্য বাকাল গ্রামের কাদের ভাট্টি নামের এক ব্যক্তিকে দিয়ে আবেদন করান। পরে উপজেলা সাবেক সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন’র নির্দেশে বাকাল ইউনিয়নের তহশিলদার সর্দার মুজিবুর রহমান ও সার্ভেয়ার সরোয়ার হোসেন নিজেরা অর্থনৈতিকভাবে লাভবান হয়ে তদন্ত করে ওই ৭৮ শতাংশ জায়গা থেকে ২৮ শতাংশ জায়গা কর্তন করে কাদের ভাট্টিকে দেন।

    তদন্তের ব্যাপারে ৫৮ বছর ধরে ভোগদখলকারীদের কাউকে কিছুই জানায়নি। গোপনে তদন্ত করেছে ভূমি অফিস। ব্যাপারে বাকাল ইউনিয়নের তহশিলদার সর্দার মুজিবুর রহমান অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার কথা অস্বীকার করে বলেন, আমরা তদন্ত করে যা পেয়েছি তাই দিয়েছি।

    ঊর্ধ্বতন কর্মকর্তা কি করেছে তা আমরা জানিনা। ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক বলেন, আমি এই উপজেলার নতুন এসেছি। জেনে—শুনে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...