More

    ঝালকাঠিতে নিবন্ধন পেল সামাজিক সংগঠন ইয়াস

    অবশ্যই পরুন

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধিন সমাজসেবা অধিদপ্তর থেকে সামাজিক সংগঠন হিসেবে ঝালকাঠিতে নিবন্ধন পেয়েছেন ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস)। মঙ্গলবার ( ১২ আগস্ট) বেলা ১২ টায় ইয়াসের হাতে নিবন্ধন সনদ তুলে দেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শাহপার পারভীন। এসময় সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন ।

    ইয়াসের পক্ষ থেকে নিবন্ধন সনদ গ্রহণ করেন সংগঠনের সভাপতি আবির হোসেন রানা, সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম রাব্বি, সহ-সভাপতি শাকিল হাওলাদার রনি, সাবেক সহ-সভাপতি ও সদস্য এস. এম. পারভেজ , যুব ও সমাজকল্যাণ সম্পাদক তাহমিনা আইরিন প্রিয়া, অর্থ সম্পাদক রোহান মল্লিক, সদস্য খান জাহান রিমন।

    ইয়াসের সভাপতি আবির হোসেন রানা বলেন, “এটি আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। সমাজের সেবায় তরুণদের সম্পৃক্ত করে ইতিবাচক পরিবর্তন আনার আমাদের প্রচেষ্টা এখন আরও সুসংগঠিত ও কার্যকরভাবে এগিয়ে যাবে।

    সাধারণ সম্পাদক রাব্বি বলেন, “নিবন্ধন প্রাপ্তি আমাদের জন্য যেমন একটি গর্বের বিষয়, তেমনি এটি একটি বড় দায়িত্বও। আমরা আমাদের কার্যক্রমে আরও স্বচ্ছতা, গতি ও মান নিশ্চিত করতে কাজ করে যাবো।

    প্রতিষ্ঠালগ্ন থেকেই ইয়াস স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম, মানবিক সহায়তা, স্বাবলম্বী প্রজেক্ট, শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে ইতিবাচক পরিবর্তনে কাজ করে আসছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কালকিনিতে আড়িয়াল খাঁ নদের তীর কেটে মাটি উত্তোলন: চালককে ৩ লক্ষ টাকা জরিমানা

    কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার খাসেরহাট এলাকায় বৃহস্পতিবার বিকালে আড়িয়াল খাঁ নদের তীর কেটে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে...